মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হুইসেল ব্লোয়ার অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বিআরডিবি হল রুমে সমাজসেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি অফিসার হারুন আর রশিদ।
স্বাগতম বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আস্থা প্রকল্পের সমন্বয়ক রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিক আব্দুর রহমান মানিক, একেএম জিলানী, শহিদুল ইসলাম ও শাকিল রেজা।
বেকারত্ব দূর করা, অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা, সামাজিক কাজ গুলো বাস্তবায়ন করা, কারো দ্বারস্থ না হয়ে নিজের পায়ে দাঁড়ানো, এলাকা ভিত্তিক সঠিক তথ্য গুলো মিডিয়াদের কাছে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন সামাজিক ও সঠিক কাজ করতে যুব উন্নয়ন কমিটির সদস্যদের আহ্বান করেন অতিথি বৃন্দারা।