নাচোলে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ২:৪৫ অপরাহ্ণ


মো. মনিরুল ইসলাম নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ্র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিসের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে সমবায় অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান।

অন্যনোর মধ্যে শালাপুল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, আঝইর গরু মোটাতাজাকরণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোসাঃ সুফিয়া বেগম বক্তব্য রাখেন।

এছাড়াও থানার এসআই আকতার হোসেন,
সমাজসেবা অফিস সহকারী আরিফুল ইসলাম, সমবায় অফিস সহকারী আজিজুল হক, শফিকুল ইসলাম, মোসাঃ নাজরিন বেগম সহ সমবায় সমিতির নিবন্ধিত বিভিন্ন সমিতির সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ