নাচোল উপজেলার রেফানা রেফানা জেভিয়ারা মার্ডীকে সংবর্ধনা

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কার্তিকপুর গ্রামের মেয়ে রেফানা জেভিয়ারা মার্ডী সিস্টার হওয়ায়, গ্রামের সবাই তাঁকে সংবর্ধনা দিয়েছে।
ব্রতীয় জীবনের প্রথম সন্নাস ব্রত গ্রহন উপলক্ষে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

কার্তিকপুর গ্রামে বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন,রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার উইলিয়াম মুরমু,মুণ্ডুমালা ধর্মপল্লীর ফাদার বার্নার্ড টুডু,সিস্টার এলিজাবেথ তন্ন।
সংবর্ধিত সিস্টার রেফানা জেভিয়ারা মার্ডী বলেন, ১৪ বছর আগে এ গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম, আজ সিস্টার হয়ে গ্রামের সবাই আমাকে বরণ করে নিলো, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।