শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মো. মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন সহ ১১দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরাম এর আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উন্নয়ন ফোরামের সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাস এর সভাপতি শাকিল রেজা, ইসলামিক তরুণ প্রজন্মের সভাপতি আলীমূল আনসারী অন্যান্যোরা।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
স্মারকলিপির লিখিত দাবি অনুষ্ঠিত
মানববন্ধনে উল্লেখ করে বক্তব্যের মাঝে বলেন যে, আমরা নাচোল উপজেলাবাসী দীর্ঘদিন ধরে স্বাস্থ্যক্ষেত্রে অবহেলার স্বীকার হচ্ছি। দীর্ঘদিন যাবত অন্যান্য সেবা অপ্রতুল রয়েছে। সেই লক্ষ্যে হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, বরাদ্দকৃত ডাক্তার নিশ্চিত করণ, ওষুধ বরাদ্দ বৃদ্ধিসহ অপারেশন চালু করা, বৈকালীন সেবা চালু করা, দালাল নির্মূল ও বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ করা, সার্জারি ও গাইনী বিশেষজ্ঞ সেবা প্রদান বৃদ্ধি করা,
ডাক্তার ও নার্সদের মানবিক আচরণ নিশ্চিত করা, বেড ও যাবতীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করা, কর্মস্থলে উপস্থিত শতভাগ নিশ্চিত করা, ইমার্জেন্সি বিভাগকে আরও উন্নত করা ও অহেতুক রোগী রেফার্ড বন্ধ করার দাবি তুলে ধরেন আয়োজনকারীরা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।