বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ডে যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কিছুক্ষণের মধ্যেই পূণঃদখল হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নীলুফা সরকার। এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাহিনুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী খাইরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু সায়েম, ওয়াটার সুপার মোহাম্মদ আলী ও লাইসেন্স পরিদর্শক আহসান হাবিবসহ উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তবে উচ্ছেদ অভিযান পরিচালনার কিছুক্ষণ পরেই উচ্ছেদকৃত স্থানে অস্থায়ী বিক্রেতারা পূণরায় তাদের যায়গা দখল করে নেয়।