নাচোল সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোল কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং মেধাবৃত্তির ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নাচোল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মের হকের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ফলাফল ঘোষণা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ফাউন্ডেশনের শিক্ষাসচিব আশীষ কুমার চক্রবর্ত্তী। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নাচোল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে বিজয়ীরা হচ্ছে সুরাইয়া বিশ্বাস,তনুশ্রী বর্মন, মাহফুজা আনজুম। মাধ্যমিক পর্যায়ে বিজীয়রা হলেন জান্নাতুন ফেরদৌস, স্বরণীকা মন্ডল, আফসানা সারমিন, প্রভা আনজুম, নাজিব ফয়সাল, ফাজিয়া আফরোজা তামান্না। আগামী ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠনিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ