নাটারে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট: জানুয়ারি ৮, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরে ছাত্রদলের নেতা শামিম হোসেন ও তার সহযোগিকে  মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ । গত শনিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার পূর্বমাধনগর থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত শামিম একই উপজেলার মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও মাধনগর গ্রামের আত্তাব হোসেনের ছেলে এবং  গ্রেফতারকৃত অন্যজন হলো একই গ্রামের কহির সরদারের ছেলে তরিকুল ইসলাম টিটু ।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্বমাধনগরে অভিযান চালায়। সেখান থেকে ১০ পিস ইয়াবাসহ শামিম হোসেন ও তার সহযোগিকে  গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গতকাল শনিবার সকালে নলডাঙ্গা থানায় নিয়মিত মামলা করা হয়। পরে তাদেরকে নাটোর কোর্টে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ