সোমবার, ২৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
নাটোরের ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭’র শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান খেতাবে ভূষিত হয়েছে সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। নাটোর এনএস সরকারি কলেজে অনুষ্ঠিত উদ্ভাবনী মেলায় অংশ নেয় ওই মাদ্রাসাসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
গত ১৫ জানুয়ারি নাটোর জেলা প্রশাসনের কার্যালয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হকের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় মাওলানা নাজমুল হক বলেন, আমরা এই অর্জনে খুবই আনন্দিত এবং ধারাটি অব্যাহত রাখতে চাই। শোলাকুড়ার এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী এবং কমর্চারীরা আনন্দ প্রকাশ করেছেন।