রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের তিন যুবলীগকর্মী রেদওয়ান আহমেদ সাব্বির, আবদুল্লাহ ও সোহেল আহমেদের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নাটোর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে নাটোর পৌর যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট সাঈম হোসেন উজ্জ্বল ও যুগ্মআহবায়ক এএইচএম হাসিবুল হাসান বুলেটের যৌথ স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, জেলা প্রশাসক শাহীনা খাতুন ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান ওই স্মারকলিপি গ্রহণ করেন। তারা ঘটনাটির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি । এর আগে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা করা হয়। এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক ডাবলু, পৌর জুবলীগের আহবায়ক অ্যাড. সায়েম হোসেন উজ্জল। অপরদিকে অপরাধীদের আটকের জন্য স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলেও প্রশাসন কোন কিছু করতে পারে নি।
এ ব্যাপারে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গত ৩ নভেম্বর ওই তিন যুবলীগকর্মীকে নাটোর থেকে অপহরণের পর ৫ নভেম্বর দিনাজপুর থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।