মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের তিন যুবলীগকর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে নাটোর জেলা ও সদর উপজেলা যুবলীগ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মাবনবন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভপতি ও নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাক সৈয়দ মোত্তর্জা আলী বাবলু, দফতর সম্পাদক দীলিপ কুমার দাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক ডাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তারুল ইসলাম আলম, ও পৌর যুবলীগের আহবায়ক সাঈম হোসেন উজ্জল প্রমুখ। এসময় জেলা আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যুবলীগকর্মী সাব্বির, আবদুল্লাহ ও সোহেল হত্যার রহস্য উদঘাটন করতে হবে। কারা তাদেরকে হত্যা করেছে তা পরিষ্কার করতে হবে। অপরাধিদের আটকে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলেও প্রশাসন কোন কিছু করতে পারে নি। ওই ঘটনার এক সপ্তা পেরিয়ে গেছে।
গত ৩ নভেম্বর ওই তিন যুবলীগকর্মীকে নাটোর থেকে অপহরণের পর ৫ নভেম্বর দিনাজপুর থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।