সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরে শনিবার (২৫ মে) থেকে বাজারে আসছে গোপালভোগ জাতের আম। এ উপলক্ষে শনিবার সকালে নাটোর সদর উপজেলার কামারদিয়ার গ্রামে আম পাড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ।
এ উপলক্ষে কামারদিয়ার গ্রামের কৃষকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সোনিয়া পারভীন, কৃষক শাহ আলম প্রমুখ।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, বাজারে যাতে অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনো ফল বিক্রি করতে না পারে সেই বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক নজরদারী করছে। কোনো ব্যবসায়ী বা বাগান মালিক সেই কাজ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদদু বলেন, এ বছর জেলায় ৫ হাজার ৭১৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আশা করছি কৃষকরা ন্যায্য দাম ও ফলন পাবেন।