নাটোরের বিএনপির দুই আহবায়ককে কারণ দর্শানোর নোটিশ

আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ৪:২৩ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত একটি মতবিনিময় সভায় উপস্থিত থাকার দায়ে নাটোরে বিএনপির সিনিয়র দুই নেতাকে দলের পক্ষ থেকে কারণ দর্শাতে বলা হয়েছে। সম্প্রতি] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এক মতবিনিময় সভায় বিএনপির ওই দুই নেতা উপস্থিত ছিলেন।

বুধবার (১৫ নভেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত নোটিশে তিন দিনের মধ্যে ওই দুই নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে। দুই বিএনপিনেতা হলেন, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান মন্টু এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আজগর খান।

নোটিশে উল্লেখ তরা হয়েছে, বিএনপি সরকারের বিরুদ্ধে একদফার আন্দোলনের ডাক দিয়েছে। ইতোমধ্যে লাগাতার হরতাল-অবরোধ চলছে। বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি সফল করতে লড়াই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে। আওয়ামী লীগ ও পুলিশের জুলুম, নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেপ্তার আতঙ্কে কর্মিসমর্থকরা পালিয়ে বেড়াচ্ছে।

ঠিক সেই সময় আন্দোলনে সম্পৃক্ত না হয়ে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়নের মতবিনিময় সভায় যোগদান করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না মর্মে কারিণ দর্শাও নোটিশ বাহকের মাধ্যমে ওই দুই নেতাসহ আরো কয়েকজনকে পৌছে দেয়া হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কথা বলার জন্য কয়েকবার সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টুকে ফোনকল দেয়া হলেও তিনি তা ধরেননি।
সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান জানান, প্রতিমন্ত্রী জুনায়েদ একজন আইনজীবী। আইনজীবী হিসেবে আমন্ত্রণ পেয়ে তাঁরা মতবিনিময় সভায় গিয়েছিলেন। সেটা যে রাজনৈতিক অনুষ্ঠান ছিল তা তারা জানতেন না। তারা পরিস্থিতির শিকার হয়েছেন মাত্র। তিনি নোটিশের জবাব দিবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version