মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চৌমুহান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার নাজিরপুর পূর্বপাড়া এলাকার মৃত জুরান প্রামাণিকের ছেলে আলতাফ হোসেন (৪৫) চৌমুহান এলাকার রুস্তম আলীর ছেলে মনির হোসেন (৪০), পুরুমাইল ভরত এলাকার মোকসেদ মোল্লার ছেলে রফিক (৩০) ও আবদুুর রহমানের ছেলে আজিজুল সরদার (২৫)।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।