নাটোরের মাটিতে চাঁদাবাজ, সন্ত্রাসের স্থান হতে দেবো না : দুলু

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


বিএনপির কেন্ত্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরের মাটিতে চাঁদাবাজ, সন্ত্রাসের স্থান হতে দেবো না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেন নাটোরে প্রবেশ করতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তাদের সকল চক্রান্ত প্রতিহত করতে হবে।

আমার রিক্সশা চালক, অটোচালক, সিএনজি চালক ভাইদের কাছে কোনো চাঁদা নিতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের তেবাড়িয়া হাট এলাকায় আব্দুল মোতালেব হোসেন আবুল ব্যাপারীর প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশাল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এখনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে দেশ ও নাটোরের মানুষের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইহুদিদের দোসর শেখ হাসিনা ও আওয়ামীলীগ এ বাংলার জমিন থেকে ধ্বংস হয়ে গেছে। আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ দাম্ভিকতা পচ্ছন্দ করেন না।

ফেরাউন, নোংরুদ যে ভাবে পৃথিবী থেকে ধ্বংস হয়েছে, তারাও ঠিক তেমন ভাবে ধ্বংস হয়ে গেছে। আমি বিরোধী দলের এমপি ছিলাম। আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমার নেতাকর্মীকে আক্রমণ ও হামলা করা হয়েছে। পরবর্তীতে আমি এমপি-মন্ত্রী হয়ে তাদের মাফ করে দিয়েছিলাম। অনেক উদারতার পরিচয় দিয়েছিলাম। এ সাড়ে ১৫ বছর অনেক অন্যায়, নির্যাতন, জুলুম করেছো এ বিচার নাটোরের মাটিতে হবে। নাটোরে এমন কোনো এলাকা নেই যে সেখানে চাঁদাবাজি হয়নি। আমি যত দিন বেঁচে আছি, আগামী দিনে কোনো ভাইকে চাঁদা দিতে হবে না।

স্মরণ সভায় ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব মো. রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ