শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের সিংড়ায় চার মাদকসেবীকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টায় দুইজনকে ১মাস করে ও অপর দুইজনকে ২মাস করে কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান।
দ-প্রাপ্তরা হলেন, পৌর শহরের কাঁটাপুকুরিয়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৩০), নিংগইনের ফজলের ছেলে লালচাদ (২৫), একই গ্রামের আ. বারেকের ছেলে মিলন (২৮), আলতাবের ছেলে রাকিব আলী (২২)।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে সোমবার সকালে এসআই আবদুল মজিদের নেতৃত্বে পৌর শহরের নিংগইন আদর্শগ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত ৪ যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।