নাটোরে অটোচালকদের দুইপক্ষের সংঘর্ষ আহত ৬ || অটো চলাচল সাময়িক বন্ধ

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের বাগতিপাড়ায় অটোচালকদের দুইপক্ষের সংঘর্ষে চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার তমালতলা ও কাকফো বাজারে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর তমালতলা-তেবাড়িয়া সড়কে অটোরিক্সা চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি থেকে বাগাতিপাড়া উপজেলার সকল অটোকে নাটোর শহরে প্রবেশে বাধা দেয়া হয়। এর জের ধরে বাগাতিপাড়ার কোনো অটোরিক্সা তমালতলা-তেবাড়িয়া সড়কের উপজেলার সীমান্তবর্তী কাকফো বাজার অতিক্রম না করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অমান্য করে স্ট্যান্ড অতিক্রম করার সময় তমালতলা এলাকার এক অটোচালককে বাধা দিলে প্রথমে কাকফো বাজারে সংঘর্ষ শুরু হয়। পরে তা পুরো তমালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কাফকো এলাকার অটোচালক আনোয়ার, মিজান, নাজিম উদ্দিন, তমালতলা এলাকার জামিল, কায়ুমুদ্দিন, রশিদ আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান তমালতলা বাজারে গিয়ে ঘটনাটি আপোষের চেষ্টা করেন। এসময় বিক্ষুব্ধ অটোচালকরা চেয়ারম্যানের সঙ্গে থাকা ৬ নম্বর কাকফো ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামসহ মোহন, সোহেল, শামীম রেজা ও আসলামকে লাঞ্চিত করে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ ঘটনার পর থেকে তমালতলা-তেবাড়িয়া সড়কে অটো চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ