সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাঁদাবাজি বন্ধের পর নাটোরের ব্যাটারিচালিত অটোমালিক ও চালকদের ভবিষ্যত করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সদর থানা ও পৌর এলাকার অটোমালিক ও চালকদের আয়োজনে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আটোমালিক মিলন শেখের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তব্য দেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইশতিয়াক আহমেদ ডলার, জেলা পরিষদ সদস্য শফিউল আজম স্বপন, অটোমালিক রফিকুল ইসলাম, বজলুর রহমান, হাসানসহ মালিক ও চালকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, তারা দিনব্যাপী অনেক পরিশ্রমের বিনিময়ে জীবিকা উপার্জন করেন। এক শ্রেণির ক্ষমতাবান ব্যক্তি সদর থানা অটোমালিক সমিতির নামে অবৈধভাবে চাঁদাবাজি করে তাদের সেই কষ্টার্জিত উপার্জনে ভাগ বসিয়ে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের লাঞ্ছিত করা হতো। অটোমালিক ও চালকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং পৌর মেয়রের হস্তক্ষেপে এই চাঁদাবাজি বন্ধ হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অবৈধ চাঁদাবাজি বন্ধে সকলকে সংঘবদ্ধ থাকার আহবান জানান তারা। তারা সাধারণ মানুষের কাছ থেকে পূর্বভাড়া নেওয়ারও আহবান জানান। এছাড়া ট্রাফিক আইন মেনে চলারও আহবান জানানো হয়। পরে পরবর্তী করণীয় সম্পর্কে নির্ধারণে পৌর মেয়রকে প্রধান উপদেষ্টা করে ২৫ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়।