শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোরে অস্ত্র, গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাাব-৫। গতকাল বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে শহরের হরিশপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার গুনারি গ্রামের নজিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৫) এবং আমিরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৩)।
র্যাব -৫ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার শেখ মোহাম্মাদ আনোয়ার হোসেন জানান, দুপুরে শহরতলীর বিস্বাস কোল্ড স্টোরেজ এলাকার প্রবীণ আওয়ামী লীগ কর্মী আবদুুল মতিনকে মারধর করে তাইজুল ইসলামের নব্য এক আওয়ামী লীগ কর্মী। এসময় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা তাইজুল ইসলামকে মারপিট করে। পরে বিকেলে তাইজুল ইসলাম ও তার সঙ্গীরা সশস্ত্র অবস্থায় হরিশপুর এলাকায় আসে। এসময় গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, একরাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং একটি হাঁসুয়া উদ্ধার করে। পরে আকটকৃতদের থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়েছে।