বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ক্ষতিকর উপাদান ব্যবহার ও ভুয়া লেবেল ব্যবহার করায় এক আইসক্রিম উৎপাদককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮জুন) লালপুর উপজেলার অমৃতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জরিমানা করার নির্দেশ দেন।
সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, সুপার আইসক্রিমের উৎপাদক নাজমুল ইসলাম অমৃতপুর বাজার এলাকায় তার কারখানায় মানবদেহের জন্যে ক্ষতিকর ঘনচিনি (সোডিয়াম সাইক্লোমেট) ব্যবহার করে আইসক্রিম তৈরি করছিলেন।এছাড়া উৎপাদিত আইসক্রিম ভুয়া লেবেলে বাজারজাত করে আসছিলেন। এ ঘটনায় আইসক্রিমের উৎপাদক নাজমুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।