রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি :নাটোরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন এর আয়োজনে অনিমা চৌধুরি অডিটরিয়ামের সামনে থেকে একটি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় অনিমা চৌধুরি অডিটরিয়ামে এসে শেষ হয়।
পরে এই অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিন নেলী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, মহিলা বিষয়ক উপ পরিচালক শারমিন শাপলাসহ সরকারি ও এনজিও কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এখনও সারা পৃথিবীতেই সমাজের বেশির ভাগ জায়গায় লিঙ্গবৈষম্য বর্তমান রয়েছে। পুরুষরা এখনও বহু ক্ষেত্রে বেশি মাত্রায় সুবিধা ভোগ করেন। আর সেই কারণেই এই দিনটি অত্যন্ত গুরুত্বৃপূর্ণ। শিল্প-সাহিত্য-সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়।