নাটোরে আন্দোলনকারীদের সাথে সরকার দলীয় নেতা কর্মিদের ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট: আগস্ট ৪, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোরে আন্দোলনকারীদের সাথে সরকার দলীয় নেতা কর্মিদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার বেলা সোয়া ১২ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের পুর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২ টায় শহরের মাদ্রাসা মোড় এলাকায় বিক্ষোভ কর্মসুচি পালনের ঘোষণা দেয় তারা। সকাল থেকে অল্প অল্প করে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে বেলা সোয়া ১২ টার দিকে প্রায় দুই শতাধিক আন্দোলনকারী জমায়েত হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মিরা তাদের প্রতিহত করতে ধাওয়া দেয়। এ সময় আন্দোলনকারীরাও তাদের ধাওয়া দিলে এবং ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইন শৃংখলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে শহরের বঙ্গজল ও ডোমপাড়া মাঠ এলাকায় তল্লাশী করে সেথান থেকে সরকার দলীয় নেতাতর্মিরা, অজ্ঞাত পরিচয়ে কয়েকজন আন্দোলনকারী আটক করে শরের জনতা ব্যাংকের সামনে আনে । এ সময় তার চিত্র ধারণ করতে গেলে তার গণমাধ্যম কর্মিদের বাধাঁ দেন এবং ষ্টিল চিত্র মোবাইল ফোন থেকে ডিলেট করে দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version