রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোরে দিনব্যাপী ইউনাইটেড প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত নাটোর শহরের কানাইখালীস্থ ইউনাইটেড প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি ও চ্যানেল আই এবং কালের কন্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।
বার্ষিক সাধারণ সভায় ক্লাবের সার্বিক প্রতিবেদন তুলে ধরে সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন। এসময় ক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সময়ের আলো এবং নিউ নেশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুফি সান্টু, সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. মুক্তার হোসেন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক লাকি, কোষাধ্যক্ষ ও জনকন্ঠের জেলা সংবাদদাতা কালিদাস রায়, বাংলা টিভির জেলা প্রতিনিধি মেহেদী বাবু, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি নাইমুর রহমান, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি আব্দুল হাকিম প্রমূখ।
সভায় বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়সহ নানা আলোচনা শেষে রাত ৮টা পর্যন্ত ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ পদে নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন কার্যক্রম চলে।