নাটোরে ইঙ্গিত থিয়েটার ও ভোর হলো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নাটক মঞ্চস্থ

আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


দেশের থিয়েটার অঙ্গনের খুবই পরিচিত একটি নাম ইঙ্গিত থিয়েটার। এর পাশা-পাশি শিশু ও কিশোরদের আরেকটি সংগঠন ভোর হলো। অভিনয়, আবৃতি এবং শিল্প সাহিত্যে নানা বিষয়-বৈচিত্র্যের নতুন নতুন নাটক আর বিশেষ দিন ও উৎসবকে ঘিরে আয়োজন করে থাকে নাটক।

এ বছরও কেটে গেলো আনন্দমুখর কিছু মুহুর্ত। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (২ নভেম্বর) রাতে নাটোর শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী করা হয় অভ্যর্থনা এবং মৃত্যুর অতীত নামে দুটি নাটক।

এর আগে বণার্ঢ্য আয়োজনে শহরের মুসলিম ইনস্টিটিউ চত্তর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। নাটক উপহারের পূর্বে সংগঠনের পক্ষ থেকে একজন গুণী লোকনাট্য কর্মিকে কেষ্ট ও আর্থিক সম্নাননা দেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইঙ্গিত থিয়েটারের সহ-সভাপতি ও নাটোর বারের সভাপতি আবু আহসান টগর, শিক্ষাবিদ সুবীধ কুমার মৈত্র, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ইউনাইটেড প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সুফি সান্টু, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও সদস্য বৃন্দ, আগত নাট্যপ্রেমী দর্শক।

আয়োজক ইঙ্গিত থিয়েটারের সাধারণ সম্পদক ও নাট্যশিল্পী এ্যাডঃ সুখমর রায় বিপলু বলেন, বিনোদন, প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী এমনকি শিল্পমানের দিক থেকে মঞ্চে আসা শিশু-কিশোর এবং যুবকদের করা দুটি নাটকই সবার মাঝে মুগ্ধতা জাগিয়েছে। রবীন্দ্রনাথের অভ্যর্থনা এটি মূলত হাসীর নাটক এবং উৎপল দত্তের মৃত্যুর অতীত, এটি একটা মৃত্যুকে কেন্দ্র করে নাটক।