নাটোরে ইদ ই মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২০, ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:


নাটোরে পৃথক ভাবে পবীত্র ইদ ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে নাটোরের জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বৃহস্প্রতিবার সকালে জেলা প্রশাকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। এতে নাটোর সদর আসনের সাংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অংশ নেন । এসময় নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার শাহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কাসেম সহ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান গণ উপস্থিত ছিলেন।

অপরদিকে আহলে সুন্নাতওয়াল জামায়াতের নাটোর জেলা শাখার উদ্যোগে এদিন দুপুরে শহরের হরিশপুর সুন্নি মসজিদ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং আহলে সুন্নাতওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য মুফতি মোহম্মদ নূরুল হুদা চিশতি সহ সর্বস্তরের মুসলিম জনতা। শোভাযাত্রাটি শহরের প্রায় ৫ কিলোমিটার এলাকা ঘুরে পূনরায় সুন্নি মসজিদে গিয়ে শেষ হয়। তার আগে মসজিদ চত্বরে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মুফতি মোহম্মদ নূরুল হুদা চিশতির ভোক্তসহ সর্বস্তরের মুসলিম জনতার মধ্যে খাবার পরিবেশন করা হয়।