সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
কাউসার আহমেদ। ফাইল ফটো
সোনার দেশ ডেস্ক:
নাটোর’র বাগাতিপাড়া উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কাউসার আহমেদসহ ২’জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ মে) তাদের আদালতে সোপর্দ করা হবে। এর আগে, মঙ্গলবার উপজেলা পরিষদের সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কাউসার রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবপুর এলাকার হোসেন আলীর ছেলে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ কৃষি কর্মকর্তাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র: রাইজিংবিডি