শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোর সদর উপজেলার ঝলমলিয়া বাজার এলাকা থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী চারঘাট উপজেলার কাতারপুর গ্রামের সেলিম রেজার ছেলে নাসিম ইসলাম (১৮) ও পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের মালেক মন্ডলের ছেলে লিটন আলী(২৮)
নাটোর র্যাব অফিসের কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব সদস্যরা ঝলমলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বানেশ্বর থেকে নাটোর গামী একটি মোটরসাইকেলের দুই আরোহীর দেহ তল্লাসি করা হয়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই আরোহীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সোমবার সন্ধা পরে নাটোর সদর থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।