বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার থেকে বুধবার পর্যন্ত নাটোরে উন্নয়ন মেলা ২০১৭ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল রোববার সাংবাদিকদের অবহিত করতে প্রেস ব্রিফিং করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুন মেলায় করণীয় ও তাৎপর্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং মেলা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিজয় বিপ্ল¬ব তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিউর রহমান, স্থানীয় সরকার উপ পরিচালক একেএম আজাদুর রহমান, র্যাব ৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দফতরের প্রধানগণ। প্রেসব্রিফিং জেলার প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।