বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোরে এডিডির উদ্যোগে জেলা পর্যায়ে ডিপিও নেতাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ের শাহারা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, এডিডির নাটোর জেলার সমন্বয়কারী মারুফা বেগম।
সমাজ ভিত্তিক মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের আওতায় এবং সিবিএম এর সহযোগীতায় নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া, বড় হরিশপুর, তেবাড়িয়া, ও লক্ষীপুর-খোলাবাড়িয়া ৪টি ইউনিয়নের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের ২৮জন ডিপিও নেতাদের সঙ্গে সমন্বয় করা হয়। সমন্বয় সভায় এডিডির চলমান প্রকল্পের গত এক বছরের কাজের মূল্যায়নসহ আগামী বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রতিবন্ধী সংস্থা নন্দনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বুলেট, সহসভপতি মোহাম্মদ আলী রঞ্জু, নাটোরে এডিডির ফিল্ড টেইনার নুরুজ্জানসহ অন্যরা।