বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সহ ৫জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে বাগাতিপাড়া উপজেলার মৃত আইয়ুব আলীর স্ত্রী শাহনাজ পারভীন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। আদালত মামলটি আমলে নিয়ে আগামী ১৫জুন শুনানীর ধার্য্য করেছে। মামলার আসামিরা হচ্ছেন, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, স্যানালপাড়া এলাকা আব্দুল মজিদের ছেলে মহিদুল ইসলাম, মাড়িয়া এলাকার মিজানুর রহমান, মাইনুল ইসলাম এবং স্যানালপাড়ার আব্দুল মজিদ।
মামলা সূত্র জানায়, মাড়িয়া সরকারপাড়া এলাকার আইযুব আলীর কাছে মিথ্যা পাওয়না টাকা দাবী করে আসামীরা। পরে গত ২০২০সালের ২ ফেব্রুয়ারি সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের স্যানালপাড়ার বাসভবনে আইযুব আলী ও তার স্ত্রী শাহনাজ পারভিনকে ডেকে পাঠানো হয়। পরে শহিদুল ইসলাম বকুলের বাসভবনে গেলে আইয়ুব আলীকে এমপি বকুল নিজেই চড়-থাপ্পর মেরে অন্যদের মারপিট করার নির্দেশ দেয়। এসময় আইয়ুব আলী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি। বৃহস্পতিবার মৃত আইয়ুব আলীর স্ত্রী সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সহ ৫জনের নামে আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে জুডিশিয়াল আদালতের বিচারক আবু সাইদ মামলা গ্রহণ করেন। যাহার মামলা নং সিআর ৯০/২৩। পরবর্তীতে আগামী ১৫জুন মামলার শুনানীর দিন ধার্য্য করেন। এবিষয়ে বাদীর আইনজীবী মমতাজ রায়হান সিনা বলেন, আদালত মামলাটি গ্রহন করে, পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেছে। এদিকে মামলাটি মিথ্যা বলে দাবি করেছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।