মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
আবারো নাটোরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সিভিল সার্জন অফিস সূত্রে তথ্যে মতে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে নিশ্চিত করা হয়।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ৭২ জনের নমুনা পরীক্ষা করে মোট ৯ জন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৫ শতাংশ। এ পর্যন্ত নাটোরে মোট ৩২৯৬১ জনের নমুনা পরীক্ষা করে ৮৫১৬ জন শনাক্ত হয়। এ পর্যন্ত করো না আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১৭৫ জন।
জেলা প্রশাসক শামীম আহম্মেদ জানান, এখনই জনগণ সচেতন না হলে, সংক্রমনের এই ঊর্ধ্বমুখী হার কোন ভাবেই ঠেকানো যাবে না। তিনি আরো জানান মানুষকে স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পড়তে বাধ্য করার জন্য ম্যজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে এবং তারা নিয়মিত টহল দিচ্ছেন। তার পরেও জনসাধারণকে সচেতন হতে হবে।