নাটোরে কৃষক হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:২৯ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রামের কৃষক উমেদ আলী চায়না হত্যা মামলার রায়ে তোফাজ্জল হোসেন নিজাম নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম উপজেলার দোগাছি গ্রামে জাল চুরির অভিযোগে ডাকা শালিসে উমেদ আলী চায়নাকে গুলি করে হত্যা করে একই গ্রামের তোফাজ্জল হোসেন নিজাম। পরে এ ঘটনায় নিহত উমেদ আলীর ভাই কুমেদ আলী বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০০৭ সালের ২০ জানুয়ারি ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে শুনানি শেষে আদালত গতকাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। রায়ে বিচারক তোফাজ্জল হোসেন নিজামের ফাঁসির আদেশ দেন এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাসের আদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ