নাটোরে কৃষি জমি থেকে মাটি কাটায় ইটভাটার মালিককে জরিমানা

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:২২ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের নলডাঙ্গার হালতিবিলে কৃষি জমি থেকে ইট ভাটার জন্য মাটিকাটার অপরাধে আজিজ মন্ডল নামে এক ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে নলডাঙ্গা উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান এ র্নিদেশ দেন। দ-প্রাপ্ত আজিজ মন্ডল নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মৃত্য গেতন মন্ডলের ছেলে ।
সিপিসি ২ নাটোর র‌্যাব ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য  নিশ্চিত করে জানান, নলডাঙ্গা উপজেলার হালতিবিলে বর্ষার পানি নেমে যাওয়ার পর থেকে বিভিন্ন ইট ভাটার মালিকরা কৃষি জমি থেকে ইট ভাটার জন্য মাটিকেটে জমির উর্বর শক্তি বিনষ্ট  করে আসছিল। তার ভিত্তিতে উপজেলার হালতিবিলের বানিয়া পুকুর স্থানে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে কৃষি জমি থেকে ইটভাটার জন্য মাটিকাটার অপরাধে আজিজ মন্ডলকে আটক করে। পরে  তাকে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ