নাটোরে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে প্রায় ৯ লাখ টাকা জরিমানা

আপডেট: জানুয়ারি ২০, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোর শহরে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ, আধুনিক যন্ত্রপাতি, ডাক্তার ও নার্স স্বল্পতা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের দায়ে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের হরিশপুর এলাকার আল সান হাসপাতালে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী ব্যবহারের দায়ে ৫ লাখ টাকা ও একই এলাকার একতা ক্লিনিক কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চিকিৎসক না থাকায় নাটোর সদর হাসপাতাল এলাকায় বিসমিল¬াহ ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা, কেয়ার হাসপাতা ১ লাখ ৫০ হাজার, সোমা প্যাথলজিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে বড়হরিশপুর এলাকার ল্যাবমিড ডায়গনস্টিক সেন্টারের পরিবেশ ঠিক থাকায় ধন্যবাদ দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারোয়ার হোসেন।