শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় একটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের সমশের প্রামানিকের খড়ের গাদায় এ আগুনের এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মাধনগর গ্রামের সমশের প্রামানিকের খড়ের গাদায় হঠ্যৎ আগুন জ্বলতে দেখে স্থায়ীরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পূর্ব পরিকল্পনা করেই পুরো গ্রাম জ্বালিয়ে দিতেই আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুরো গ্রামবাসী আতঙ্কে রয়েছে। এর আগেও দুইবার ওই গ্রামে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ বিষয় নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান জানান,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।