নাটোরে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুৃষ্ঠিত

আপডেট: মে ১৯, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:


নাটোরে বাংলাদেশ বিনির্মাণে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুৃষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর আয়োজনে রোববার (১৯ মে) সকাল থেকে দিনব্যাপী নাটোর সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন। এসময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন উন্নয়ন) একেএম আজিজুল হকসহ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর প্রোগ্রামার আব্দুস সালাম। কর্মশালায় জেলা পর্যায়ের ৩০জন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সবার কানেকটিভিটি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ই-গভর্নমেন্ট এবং আইসিটি ইন্ডাস্ট্রি প্রোমোশন- এ চারটি সুনির্দিষ্ট প্রধান স্তম্ভ নির্ধারণ করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য প্রভূতি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বেড়েছে, প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে বাংলাদেশ। এর মাধ্যমে জনগণের জীবনযাত্রা সহজ হয়েছে।

এই ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ ও উন্নত হতে হবে। একই সাথে তথ্যপ্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্মার্ট বাংলাদেশ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তখনই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ