নাটোরে গণশিক্ষা জনবলকে রাজস্বকরণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

আপডেট: মার্চ ২৩, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিল সহ ৫ দফা দাবিতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্ত-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।
এ উপলক্ষে রোববার (২৩ মার্চ ) বেলা ১১ টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর তাদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। তাদের উত্থাপিত ৫ দফা দাবি সমূহ হলো-আউটসোর্সিং বাতিল করতে হবে,সকল জনবলকে রাজস্বভূক্ত করতে হবে,কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে,শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে,ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক, কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধ করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জালাল উদ্দিন সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version