নাটোরে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের বাগাতিপাড়া থেকে সাতে তিন কেজি গাঁজাসহ ফজলুল হক (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার বিকালে উপজেলার ফাগুরদিয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলুল একই এলাকার ফাগুরদিয়ার গ্রামের মৃত দিরাজ উদ্দিন চৌকিদারের ছেলে।
র‌্যাব নাটোর ক্যাম্পের এএসপি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার বিকালে বাগাতিপাড়া উপজেলার ফাগুরদিয়ার গ্রামে ফজলুল হকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি সংলগ্ন বাশবাগানের পাশে সুপারি বাগানের ভিতরে গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় ফজলুল হককে র‌্যাব সদস্যরা আটক করে। এসময় তার কাছ থেকে সারে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ব্যাপারে বাগাতিপারা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ