বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরের রানী ভাবনীর রাজবাড়ি চত্বরে গাছের ডাল ভেঙে পড়ে রাজু (১২) নামের ৫ম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৮মার্চ) দুপুর ১২ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সে শহরের বলারি পাড়া এলাকার জনৈক রাজেনের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। বিষয়টি নাটোর থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে রাজু তার এক সহপাঠির সাথে রাজবাড়ি চত্বরের উন্মুক্ত মঞ্চ এলাকায় ঘোরাঘুরি করছিল। মুক্ত মঞ্চ এলাকার ৪ নং স্পটে বিভিন্ন খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বয়েরা গাছের ডাল ভেঙে রাজুর মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত রাজুর মরদেহ রাজশাহী রাজপাড়া থানায় রয়েছে । নিহতের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ পওয়া যায়নি।