বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরে বিরল এক বন্য প্রাণির সন্ধান মিলেছে। গতকাল সোমবার সকাল থেকে সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের একটি মেহগণি গাছে প্রাণিটি আশ্রয় নেয়। খবর পেয়ে রাজশাহী থেকে বন্যপ্রাণি সংরক্ষণ অধিদফতরের একটি দল প্রাণিটি উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
নাটোর বন বিভাগের কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ ও এলাকাবাসী জানান, সোমবার সকালে ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ির পাশে মেহগণি গাছে বিরল প্রাণিটি দেখতে পায় এলাকাবাসী। ঘটনাটি জানাজানি হলে ঐ গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন প্রাণিটি দেখতে গাছে নিচে ভিড় জমায়।
উৎসুক জনতা প্রাণিটিকে মেছো বাঘ, বনবিড়াল, কোলঘুট নানা নামে বিশেষায়িত করে। প্রাথমিকভাবে প্রাণিটিকে বড় জাতের মেছো বিড়াল বলে ধারণা করা হচ্ছে। মানুষজনকে সরিয়ে মেছো বিড়ালটিকে নিরাপদে সরে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান বন কর্মকর্তা।