নাটোরে গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২১, ২০১৬, ১২:০৬ পূর্বাহ্ণ

নাটোর অফিস
নাটোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
বালিকাদের ফাইনালে নাটোর সদরের আওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগে লালপুর উপজেলার শালেশ্বর সরকারি প্রথমিক বিদ্যালয় ৩-০ গোলে বড়াইগ্রাম উপজেলার আদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।