নাটোরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

আপডেট: মার্চ ১৮, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:নাটোর সদর উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে শফিকুল ইসলাম শফিক (৩৪) নামে এক যুবক আত্নহত্যা করেছে। রোববার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়নের বিপ্রহালসা মন্ডলপাড়ায় এই ঘটনা ঘটে। তিন সন্তানের জনক শফিক একই এলাকার আবু বক্কারের ছেলে।

মৃত শফিকের চাচা ওমর আরী ফকির ও স্থানীয়রা জানান, একই ইউনিয়নের হালসা বাজার এলাকার বাসিন্দা সিদ্দিকের মেয়ে শিরীন আক্তার কবিতাকে বিয়ে করেন শফিক। দীর্ঘদিন ধরেই পরিবারের লোকজনের সাথে বনিবনা হচ্ছিল না। শফিক রবিবার সন্ধ্যার দিকে শ^শুর বাড়ীতে যায়। সেখানে স্ত্রী কবিতা ও তার দুই মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন, আমি মারা যাব। স্ত্রীকে বলেন, আমি মারা যাওয়ার পরে তুমি বিয়ে না কওে আমার সন্তানদের মানুষ করিও।

পরে তিনি হালসা বাজার এলাকায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে করেন। পরে তার পরিবারের লোকজন তাকে বাড়ীর পাশ থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা খারাপ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ