নাটোরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোর সদরে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরি, প্রচার-প্রচারণা বাড়াতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আয়োজনে হালসা ইউপি প্যানেল চেয়ারম্যান চায়না বেগমের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সুফি সান্টু, ইউনিয়ন পরিষদ সচীব জাবেদ মাসুদ, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক কাউসার হাবীব, প্রমূখ ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন এ প্রকল্পের নাটোর সদর উপজেলা কো-অর্ডিনেটর সুবর্ণা রানী শাহা।

এসময় হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাক শহিদুল ইসলাম সরকার, বিএনপি নেতা ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি এব্রাহীম খলিলসহ স্থানীয় ইউপি সদস্যগণ, শিক্ষক, ধর্মীয় নেতা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সভায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে অংশগ্রহণ মূলক আলোচনা করা হয়। গ্রাম আদালত কি এবং কেন, কোন কোন মামলা দায়ের করা যায়, গ্রাম আদালত গঠন প্রক্রিয়া,ফিস, মামলা নিষ্পত্তির সময়সীমা ইত্যাদি বিষয়ের উপরে নির্মিত ভিডিও প্রদর্শনের মাধ্যমে আলোচনা করেন বক্তারা।