নাটোরে চাঁদা না দেওয়া যুবদলের নেতাকে হাতুড়ি পিটা

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধ


নাটোরে চাঁদা না দেওয়ায় ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন নামে এক যুবদলের হাতুড়ি পিটার অভিযোগ উঠেছে।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে ৯ টার দিকে নাটোর সদর উপজেলার ছাতনী মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোলেমান হোসেন সদর উপজেলা ছাতনী ইউনিয়নের ছাতনী মধ্যপাড়া গ্রামে ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

আহত যুবদল নেতা সোলেমান হোসেন জানান, গত কয়েকদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন বিএনপির নেতা জালাল উদ্দিন মোল্লা ও তার দুই ছেলে। রোববার রাতে আমি চা খেতে স্টলে যাচ্ছিলাম। এসময় ছাতনী মসজিদ মোড় এলাকায় জালাল উদ্দিন মোল্লার অফিসের সামনে পৌঁছালে হঠাৎ করে জালাল মোল্লার নেতৃত্বে তার দুই ছেলে সহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি আমাকে ঘিরে ফেলে।

আমার কাছে চাঁদা দাবী করে তারা। এক পর্যায়ে চাঁদা দিতে আমি অস্বীকার করলে আমাকে লোহার জিআই পাইপ ও হাতুড়ি দ্বারা মারপিট শুরু করলে আমার চিৎকারে স্থানীয় জামাল হোসেন নামে একজন ছুটে এলে তাকেও মারপিট করে। পরে স্থানীয়রা আমাদের দু’জনকেই উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার দাবী করছি।

একই এলাকার স্কুল পাড়া গ্রামের বাসিন্দা কাজলী বেগমের কাছ থেকেও স্ট্যাম্পের ওপর দেড় লক্ষ টাকা নেয়। পরবর্তীতে তিনি ওই টাকা চাইলে গেলে তাকে তেড়ে মারতে আসে বলে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে জোনো অভিযোগ পায়নি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ