বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোর শহরের কানাইখালী এলাকায় দুই ভাইয়ের মধ্যে মারামারির সময় জনি (৩০) নামে একজন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সকালে নিহত জনির স্ত্রী পলি বেগম বাদী হয়ে জাহাঙ্গীর ও তার স্ত্রীকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় এ মামলাটি দায়ের করেন। এর আগে ঘটনার দিন সন্ধায় জাহাঙ্গীর ও তার স্ত্রী বিলকিসকে গ্রেফতার করেছে পুলিশ ।
মামলার এজাহার ও নিহতের পরিবার জানায়, গত শনিবার বিকেল ৫টার দিকে জাহাঙ্গীর নেশা করে বাড়ি ফিরলে ছোট ভাই জনির সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে মারামারি বাধলে জনিকে বড় ভাই জাহাঙ্গীর লোহার রড দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এতে জনি অসুস্থ হয়ে পড়ে এসময় পরিবারের অন্য সদস্যরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকৎসকরা জনিকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, এঘটনায় নিহত জনির স্ত্রী বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় হত্যা মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।