মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নোংড়া পরিবেশে ভেজাল গুড় এবং ভেজাল দ্রব্য বিক্রয়ের অপরাধে নাটোরে ছয় গুড় ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চকবৈদ্যনাথ এলাকায় এ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড় এবং হাইড্রোস ধ্বংস করা হয়।
নাটোর র্যাব অফিসের কমান্ডার আশরাফুল ইসলাম জানান, গতকাল বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব অফিসের একদল সদস্য চকবৈদ্যনাথ এলাকায় ৬টি গুড় বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভেজাল গুড় এবং ভেজাল গুড় তৈরীর সামগ্রী জব্দ করা হয়। পরে সেখানে এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন ভেজাল গুড় ব্যবসায়ী শ্যাম গোপালকে দুই লাখ টাকা জরিমানা করেন। এসময় অন্য পাঁচ ব্যবসায়ী ইয়াবর হোসেন, করিম, বক্কর, হারুন ও গোলাম নূর প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এসময় ৩-৪শ কেজি ভেজাল গুড় এবং ৩৯টি ড্রামে রাখা মোট ১৯৫০ কেজি হাইড্রোস ধ্বংস করা হয়।