রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প আশ্রয়ণ-২-এর আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে নাটোর সদর, সিংড়া, গুরুদাসপুর, এবং লালপুরে মোট ৮শো৭২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১১ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্থান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নাটোরের ৪টি উপজেলায় স্থানীয় ভাবে এক আলোচনা সভা ও ঘরের চাবি হস্থান্তরের আয়োজন করেন উপজেলা প্রশাসন। নাটোর সদর উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী, বিভিন্ন পর্যায়ের উপকারভোগীগণ।
এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন । পরে ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘরের কবুলিয়ত দলিল, নামজারি, সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসক শামিউল আমীন জানান, মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষে ২০১৯ সাল থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার; ভূমিহীন ও গৃহহীনকে জমি ও ঘর হস্তান্তর’ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর দেওয়ার কর্মসূচির আওতায় মঙ্গলবার (১১ জুন ২০২৪) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করেন।
এর মাঝে নাটোরেও ৮৭২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। যার প্রতিটি ঘড়ের জন্য ব্যয় ধরা হয়েছে ৩ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা।