নাটোরে জমি থেকে ৬০ মণ লুটকৃত ভুট্টা উদ্ধার, আটক ২

আপডেট: জুন ১৬, ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোরের নলডাঙ্গায় জমি থেকে প্রায় ৬০ মণ ভুট্টা লুটের ঘটনায় দুঅবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী
পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
পাবনা প্রতিনিধি
পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার চর-ভাড়ারা গ্রামে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শরিফ মন্ডল, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তাফা হিরাজ, আরিফুল ইসলাম, সোহেল রানা,আব্দুর রশিদ, লিটন হোসেন, শফি প্রামানিক, ঠিকাদার দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সাগর।
বক্তারা বলেন, ভাড়ারা, চর ভাড়ারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। ফলে গ্রামের প্রতিটি সড়ক খানাখন্দে ভরে গেছে। বিভিন্ন সময় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পড়ছে দুর্ঘটনায়। বড় বড় ড্রাম ট্রাকের কারণে রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। একটি স্বার্থান্বেষী মহল এই বালু উত্তোলন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আর দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এলাকাবাসী বালু উত্তোলনকারীদের নিষেধ করলেও দেখাচ্ছে ভয়-ভীতি। অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।#
ইজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার মহিষমারি এলাকার একটি গোডাউন থেকে লুটকৃত ৬০ মণভুট্টা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার পশ্চিম মাধনগর এলাকার বাসিন্দা মনির সরদার ও সেন্টু মন্ডল।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার পূর্ব মাধনগর এলাকার বাসিন্দা আহসান হাবিবের পৌঁনে দুই বিঘা জমি থেকে প্রতিবেশী মনির সরদার, তার ছেলে ইকবাল সরদার ও শ্যালক সেন্টু মন্ডল তাদের ১৫/১৬ জনের সহযোগী ভুট্টা লুট করে। বিষয়টি সেনাবাহিনী জানালে অভিযান চালিয়ে মনির সরদার ও তার শ্যালক সেন্টুকে আটক করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে। সেই সাথে লুটকৃত প্রায় ৬০ মণ ভুট্টা উদ্ধার করে জমির মালিককে ফিরিয়ে দেন সেনাবাহিনী।
এ ঘটনায় নলডাঙ্গা থনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ