নাটোরে জাতীয় যুব দিবস পালন

আপডেট: নভেম্বর ১, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে নাটোরে খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করেছেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান। এসময় তিনি খালে ময়লা না ফেলারও আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) সকাল আটটার দিকে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের পাশে বানিয়াকোলা খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের ও যুব উন্নয়ন অফিসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এই খাল পরিষ্কার এর মাধ্যমে শহরকে দূষণের হাত থেকে রক্ষা করা এবং মশার আক্রমণ প্রতিরোধে সহায়তা করবে বলে জানান সংশ্লিষ্টরা। পরে বেশ কিছু স্বেচ্ছাসেবী জলাশয় ও খাল পরিষ্কার করা শুরু করেন।

উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সারাদেশে এবার ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার। যা ১ নভেম্বর থেকে শুরু হয়ে এই কার্যক্রম আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।