বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন স্লোগানকে সামনে রেখে নাটোরে জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নাটোর ইউনাইটেড প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক মুন্ডা কালিদাস রায়ের সঞ্চালনায় এবং জেলা সভাপতি প্রদীপ লাকড়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন সংগঠনটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা কমিটির আইন বিষয়ক উপদেষ্টা বাকী বিল্লাহ প্রমূখ।
সভায় বক্তারা আদিবাসীদের অধিকার নিশ্চিতে আগামী ফেব্রুয়ারি মাসেই নাটোর জেলায় বৃহত্তর কর্মসূচী পালনের প্রস্তুতিসহ সাংগঠনিক বিষয় আলোচনা করেন। এসময় নেতাকর্মীদের উদ্দ্যেশে কেন্দ্রীয় নের্তৃবৃন্দ নানা নির্দেশনা প্রদান করেন।