বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
পুষ্টিকর খাবার বিতরণ, আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে নাটোরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। জনস্বান্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহায়তায় দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল-‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’। এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য কার্য্যলয়ে এ কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুব রহমান।
অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্ত্ার। এসময় অন্যাান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল শাবিক বাকি, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান, শরিফুল ইসলাম বিদ্যুৎ, হালসা ইউপি চেয়ারম্যান, শফিকুল ইসলাম শফি, ইউনাইটেড প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সুফি সান্টু প্রমুখ। পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সারমিনা সাত্ত্ার । আগামী ১৩ জুন এ পুষ্টি সপ্তাহ শেষ হবে।
এ সময় সময় বক্তারা বলেন, ‘শুধুমাত্র সঠিক পুষ্টির অভাবে কম ওজনের, খর্বকায় এবং কম উচ্চতাসম্পন্ন শিশুর জন্ম হার বেড়েছে। মূলত দারিদ্যের কারণেই শিশুদের মধ্যে ভিটামিন-ডি, ক্যালসিয়াম, ফোলিক এসিডের ঘাটতি বেশ স্পষ্ট। এমন অবস্থায় সব মানুষ বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য অপরিহার্য।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুব রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর, আউটডোর সহ বিভিন্ন জায়গায় জনসচেতনতা বাড়াতে পুষ্টি ট্রে রেখেছি। এই ট্রেতে আমরা বিভিন্ন শাক-সবজী , ফল যেগুলো কমদামে এবং খুব সহজে নি¤œ আয়ের মানুষও খেতে পারে সেগুলো রাখা হয়েছে। সকল পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার এক জায়গায় রাখার মাধ্যমে যে কেউ চোখে দেখলেই বুঝতে পারবে যে এইসব খাবার খেলে তাদের পুষ্টি ফিল আপ হবে। আমরা খুব সহজ ভাষায় পুষ্টি ট্রের মাধ্যমে সেটা প্রদর্শন করছি এবং এভাবে সকলকে নিয়মিত কাউন্সেলিং আমাদের অব্যাহত থাকবে।